দেশজুড়ে

খুলনায় গাঁজা এবং বেলজিয়ান বিয়ারসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ নাসির শিকদার(৩৬), পিতা-মোতাহার আলী শিকদার, সাং-সোলাইমান নগর ০১ নং গলি, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) মোঃ দুখু মিয়া(৩৪), পিতা-কেরামত আলী, সাং-সিঙ্গিপাড়া সরদার বাড়ী, থানা-টুঙ্গীপাড়া, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-মুজগুন্নী লেবু তলার মোড়, থানা-খালিশপুর; ৩) খাদিজা বেগম(৩৫), স্বামী-ছয়ফার সরদার, সাং-মশিয়ালী সরদারপাড়া, থানা-খানজাহান আলী এবং ৪) সুশান্ত মন্ডল কৃষ্ণ(৫৮), পিতা-মৃত: সুধীর মন্ডল, সাং-ঝড়ডাঙ্গা, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা’দের কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৫৫০ গ্রাম গাঁজা এবং ৮ ক্যান বেলজিয়ান বিয়ার আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) মুখপাত্র অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার ( এডিসি, মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং ) মোঃ শাহ্জাহান শেখ উপরোল্লিখিত তথ্য ২৯ জুলাই বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button