দেশজুড়ে

পৌরবাসীকে করোনার ভয়াবহতা সমন্ধে আবারও সতর্ক করলেন মেয়র গোলাম কবির

রনজিত কুমার পাল ( বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব গোলাম কবির মোল্লা মহোদয় শুক্রবার (৩০ শে জুলাই) ধামরাই পৌরবাসীকে মহামারি করোনা’র ভয়াবহতা সমন্ধে অবগত করে সচেতনতা সৃষ্টি সরকারের স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিয়মিত ঘরে থাকার জন্য আবারও সতর্ক করলেন সেই সাথে বিশেষ প্রয়োজনে বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পড়ার জন্য অনুরোধ করেছেন।

ধামরাই পৌরসভার সকল নাগরিকদের উদ্দেশ্যে তিনি ধামরাই পৌরসভায় গত দুই দিনের নতুন করে মহামারি করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্তদের চিত্র তুলে ধরেন- গত ২৮ এবং ২৯ জুলাই ২০২১এই দুইদিনে ধামরাই পৌরসভার ইসলামপুর, লাকুড়িয়াপাড়া, কালিয়াগাড়, বিজয় নগর, কাগুজিয়াপাড়া, ছয়বাড়িয়া, কুমড়াইল, পাঠানটোলা, ধামরাই বাজার, কায়েৎপাড়া, ছোট চন্দ্রাইল, মডেল টাউন, দক্ষিনপাড়া, সহ সর্ব মোট ২৫ জন “”করোনা পজেটিভ””।স্বাস্থ্যবিধি মেনে চলুন “”মাস্ক”” ব‍্যবহার করুন ঘরে থাকুন নিজে এবং পরিবার কে সুস্থ রাখুন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button