সিনোফার্মের আরও ১০ লাখ টিকা পৌঁছালো ঢাকায়

0
89

চীনের সিনোফার্মের কাছ থেকে কেনা করোনাভাইরাসের ১০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ১০টায় টিকা বহনকারী প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া রাতে কিংবা ভোরের দিকে আরও দুটি ফ্লাইটে বাকি ২০ লাখ টিকা ঢাকায় পৌঁছাবে।

বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে চলতি মাসের শুরুতে চীন থেকে ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। এরপর ১৭ জুলাই দিবাগত রাতে দুই চালানে সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে ঢাকায় পৌঁছায় সিনোফার্মের ২০ লাখ ডোজ করোনার টিকা।

গত ১৯ মে সরকার চীনের সিনোফার্মের তৈরি সার্স-কোভ-টু ভ্যাকসিন সরাসরি ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়। চীনের সিনোফার্ম থেকে তিন কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছে সরকার। ধাপে ধাপে আসছে এ সব টিকা।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ টিকা উপহার হিসেবে পাঠায়। সব মিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। আরও ১০ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে চীন।