দেশজুড়ে
সরিষাবাড়ী নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ কে মাস্ক উপহার দিলেন হুমায়ূন কবির
তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টারঃ করোনা থেকে সুরক্ষায় মাস্ক অপরিহার্য। এই সময়ে সবার আগে চাই স্বাস্থ্যবিধি মেনে চলা। তাই প্রয়োজন সচেতনতা ও নিয়মিত মাস্ক পরিধান করা। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ কে করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য মাস্ক উপহার দিয়েছেন উপজেলা যুবলীগের সদস্য ও মহাদান ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী হুমায়ূন কবির।
সম্প্রতি সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন জায়গায় প্রায় ৫০ হাজার মাস্ক বিতরণ করেন হুমায়ূন কবির।
উপজেলা যুবলীগের সদস্য ও মহাদান ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী
হুমায়ূন কবির বলেন, এই ধরনের সুরক্ষা সামগ্রী বিতরণ করোনার সম্মুখসারী যোদ্ধাদের জন্য অব্যাহত থাকবে। সবাই ঘরে থাকুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন।