দেশজুড়ে

শ্রীনগরে বীর মুক্তিযোদ্ধ নাছির উদ্দিন খান আর নেই

আরিফুল ইসলাম শ্যামল,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন খান (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। বৃহস্পতিবার সকালে ইউনিয়নের শিবরামপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাদ যহুর নিজ বাড়িতে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। এ সময় শ্রীনগর থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নিজ বাড়িতে মরহুম বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন খানের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের রুহের মাগফেরাতে সকলের কাছে দোয়া কামনা করা হয়। জানা গেছে, যুদ্ধ চলাকালীন সময়ে নাছির উদ্দিন খান শ্রীনগর, সিরাজদিখান ও নবাবগঞ্জের এলাকার কমান্ডার ছিলেন। তার মৃত্যুও খবরে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।

 

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button