স্বাস্থ্যবিধি না মানায় কুষ্টিয়া সদর ইউএনও জুবায়ের চৌধুরীর অভিযান

0
118

রেজা আহাম্মেদ জয়ঃ করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না পরে বাইরে ঘোরাঘুরি করায় দন্ডবিধি ১৮৬০ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী ১২জনকে জরিমানা করেছে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

সংবাদের ভিত্তিতে জানা যায়, কুষ্টিয়া সদরে আজ স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ সময় শহর ও গ্রামের কয়েকটি স্থানে মাস্ক ব্যবহার না করা, বিকেল ৪ টার পর দোকান খোলা রাখা, গণপরিবহনে নিয়ম না মেনে যাত্রী বহণ করাসহ একাধিক অপরাধে মোট ১২ জনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খানও একই সাথে অভিযান পরিচালনা করেন।

জুবায়ের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে। মাস্ক ছাড়া বাইরে কাউকে পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে দুরত্ব বজায় রেখে চলুন।