ঘাটাইলে ২ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে দ্বিতল মার্কেট নির্মাণ কাজের উদ্বোধন
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে টাঙ্গাইলের ঘাটাইলে ২ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ঘাটাইল বাজার মার্কেটর দ্বিতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় ঘাটাইল বাজারে এ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদেস্য আলহাজ্ব আতাউর রহমান খান ।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি আমানুর রহমান খান রানা,থানা অফিসার ইনচার্জ মো.আজহারুল ইসলাম,উপজেলা প্রকৌশলী মো.ওয়ালিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও মেয়রপদপ্রার্থী মো.মোতালিব হোসেন, ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হায়দার আলী,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.কামরুজ্জামান জুয়েল, ঘাটাইল উপজেলা যুবলীগের সহ-সভাপতি সুমন খান বাবু, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী মো.রফিকুল ইসলাম ঘাটাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.মাজহারুল ইসলাম,কমিশনার মো.কবির হোসেন, ঘাটাইল সরকারী জি.বি.জি. কলেজের সাবেক ভিপি ও মেয়রপদপ্রার্থী মো.সাইদুর রহমান লিপু, ঘাটাইল সরকারী জি.বি.জি.কলেজের সাবেক জিএস মতিয়ার রহমান, এজিএস মো.সাহাদত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও আসন্ন পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী এস. এম. রকিবুল হাসান (মানিক),ছাত্রলীগ নেতা ও আসন্ন পৌরসভা নির্বাচনে ৯ নং ওয়ার্ডের কশিনার পদপ্রার্থী মো.মিল্টন হোসেন প্রমুখ।