দেশজুড়ে

বরিশালে করোনায় মৃত্যু ১৮, আক্রান্ত ৮৫৪

বরিশালে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্য ভয়াবহ আকার ধারণ করেছে। অথচ লকডডাউন চলছে ঢিলেঢালাভাবে। গত ২৪ ঘন্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বরিশাল বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ১৮ জনের। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫৪ জন।

বুধবার (২৮ জুলাই) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস ও হাসপতাল সূত্রে এ তথ্য জানা যায়।

মৃতদের মধ্যে পজিটিভ শনাক্ত ৭ জন ও করোনা উপসর্গ নিয়ে ১১ জন মারা যায়। একই সময়ে বরিশাল বিভাগের ৬ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৮৫৪ জন। এর মধ্যে বরিশাল জেলার রয়েছে ২৮৮ জন। আক্রান্তের হার শতকরা ৫০ দশমিক ০ ভাগ।

এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে পটুয়াখালী জেলায় ১৬৮ জন, ভোলা জেলায় ১৭৬ জন, পিরোজপুর জেলায় ৬৯ জন, বরগুনা জেলায় ৭২ জন এবং ঝালকাঠি জেলায় ৮১ জন।

এ নিয়ে বরিশাল বিভাগের ৬ জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৮ জরে। আর মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩১ হাজার ৪২৮ জন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে বর্তমানে ২৫১ জন রোগী ভর্তি আছেন। শেবাচিব হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার শতকরা ৬০ দশমিক ০ ভাগ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button