মির্জাগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক

0
248

মোঃরনি খান,মির্জাগঞ্জ (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে ভুমিহীন ও গৃহহীনদের দেয়া প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করেছেন পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে মির্জাগঞ্জ ইউনিয়নের কপালভেড়া, আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া ও ঝাটিবুনিয়া এবং মাধবখালী ইউনিয়নের রামপুর এলাকায় নির্মিত ঘর পরিদর্শন করেন ও সুবিধাভোগীদের সাথে কথা বলে তাদের খোজ খবর নেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

 

 

পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান উজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিববুল্লাহ, কৃষি কর্মকর্তা মোঃ আরাফাত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।