দেশজুড়ে
পলাশবাড়ীতে চুরি যাওয়া ০৮টি মোবাইল উদ্ধার:চোর আটক
ছাদেকুল ইসলাম রুবেল গাইবান্ধা : গাইবান্ধা পলাশবাড়ীতে মোবাইলের দোকান থেকে চুরি হওয়া মোবাইল উদ্ধার ও চোরকে আটক করেছে পলাশবাড়ী থানা পুলিশ। জানা যায়,গত ১৭ জুলাই রাতে উপজেলার পার আমলাগাছী এলাকার ঢোলভাঙ্গা বাজারে “মা বাবার দোয়া নামক টেলিকম” দোকান হতে মোবাইল চুরি হয়।
এ বিষয়ে পলাশবাড়ী থানার মামলা হয়, যার নং-২২, অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়ারুল হক ২৪ জুলাই তথ্য প্রযুক্তি সহায়তায় মূল চোর পার আমলাগাছী গ্রামের মোজাম্মেল হকের ছেলে, ফরিদ মিয়া(২৮) কে সনাক্ত পূর্বক ২৫ জুলাই রাত ১টা ১৫ মিনিটে গ্রেফতার করে। গ্রেফতারে পর চোরের হেফাজত থাকা ০৮টি মোবাইল উদ্ধার করা হয়।পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।