মনোহরগঞ্জে সোহেল হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

0
138

কুমিল্লার মনোহরগঞ্জে ছাত্রলীগ কর্মী সোহেল হত্যা মামলায় ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।আসামিরা হলেন-মিজানুর রহমান (২৮) পিতা আলী আহাম্মদ, আবু ছায়েদ (২৫) পিতা আলী আহাম্মদ, নুরুল আমিন (২২) পিতা জাহাঙ্গীর হোসেন, সাহাবুদ্দিন (২২) পিতা আবুল কাশেম, আবু তাহের (২৭) পিতা আলী আহাম্মদ, সুজন (২৭) পিতা আব্দুল বারেক, শাহীন (২৬) পিতা মোস্তফা, বাবুল (৪৩) পিতা রাসেল, তারেক রহমান (২৪) পিতা শামীম, খলিল (২৭) পিতা জয়নাল, মফিজ (২৯) পিতা আবেদীন, মনির (২৬) পিতা রুহুল আমিন, আলম (২৪) পিতা আমিন, জাহাঙ্গীর (২৩) পিতা আবুল, খোকন (২৮) জলিল, শফিক (৩১) পিতা সুলতান।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ও মনোহরগঞ্জ থানার পরিদর্শক (ইন্সপেক্টর) এনামুল হক আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ধারা ৩০৭/৩০২/৩৪ অভিযোগের বিষয়ে সত্যতা প্রমাণিত হয়েছে মর্মে একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনটি আমলে নিয়ে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

থানা এবং আদালত সূত্রে জানা যায়, গত ২৪ মে ২০১৮, ছাত্রলীগ কর্মী সোহেল খুন হয়। তারপর সোহেলের পিতা শাহ আলম (৪৯) বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সর্বশেষ জানা গেছে, সকল আসামি পলাতক। মনোহরগঞ্জ থানার ওসি বলেন আসামিদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।