নওগাঁয় যুবকের গলা কাটা মৃতদেহ উদ্ধার, আটক-৬
মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় উজ্জ্বল হোসেন (২৫) নামের এক যুবকের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৫ জুলাই) সকালে নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর গ্রামের শুকুরের মোড় এলাকার ডিপ ঘরের পাশে পাট ক্ষেত থেকে এ গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। উজ্জ্বল হোসেন একই গ্রামের মৃত মোজাহার আলীর একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়- উজ্জ্বল হোসেন এলাকার একটি ডিস লাইনে কাজ করত। তাই প্রায় দিন অনেক রাত করে বাড়ি ফিরতে হত। সকালে ডিপের ঘরের পাশে পাট ক্ষেতের ধারে তার গলাকাটা অবস্থায় দেখতে পেলে নওগাঁ সদর মডেল থানায় সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল জানান, শিকারপুর ইউনিয়নের বিল ভবানীপুর গ্রামের উজ্জ্বল হোসেন নামে এক যুবককে গত রাতে কে বা কাহারা নৃশংসভাবে হত্যা করে বিলের ধারে পাট ক্ষেতে ফেলে রেখে চলে যায়। উক্ত ব্যক্তির গলা এবং পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে হত্যাকারীরা।খবর পেয়ে ঘটনা স্থান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে।