দেশজুড়ে

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী’র ব্যাবস্থাপনায় বিনামুল্যো কোভিড-১৯এর টিকা রেজিষ্ট্রেশনের ৫টি বুথের উদ্বোধন

তৌকির আহাম্মেদ হাসু,সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি: করোনা ভ্যাকসিন টিকা নিন,সুস্থ থাকুন, নিরাপদ থাকুন- এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি এর সার্বিক ব্যাবস্থাপনায় স্বাস্থ্য বিধি মেনে বিনামুল্যো কোভিড-১৯ টিকা গ্রহনে সর্বস্তরের জনসাধারণের নিশ্চিতকরণে বাড়ী বাড়ী মোবাইল এ্যাপস এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করন এবং ৫টি বুথের মাধ্যমে রেজিষ্ট্রেশনের কপি হস্তান্তরের আয়োজন করা হয়।

রোববার  (২৫ জুলাই)  জামালপুরের সরিষাবাড়ী কেন্দ্রীয় বাসষ্ট্যান্ড,আওনা ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়,পিংনা ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়, ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল বালুচর,ভাটারা ইউনিয়ন পরিষদ মাঠে বিনামুল্যো কোভিড-১৯ এর টিকা রেজিষ্ট্রেশনের কপি বিতরণের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়েছে।এ ছাড়াও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে এক হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।এসব সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।ব্যাপক সাড়াও মিলছে জনসাধারনের।

এতে প্রধান অতিথী হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ বিনামুল্যো কোভিড-১৯ এর টিকা রেজিষ্ট্রেশনের কার্ড জনসাধারনের হাতে তুলে দিয়ে এর উদ্বোধন করেন।এ সময় এড.মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল হক,বীর প্রতিক আব্দুল হাকিম,উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী পরিষদের সদস্য ওয়াকার হাসান বাবন,তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি এর পক্ষে পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল,আওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন রাঙ্গা, আব্দুর রহিম,ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল,উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি পিংনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান,সাধারণ সম্পাদক সেলিম আল মামুন,সাবেক উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোশারফ হোসেন মোস্তাক, ডোয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন দরবেশ,জামালপুর জেলা ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান বাবু,সরিষাবাড়ী অনার্স কলেজের জিএস রাজন আহম্মেদ প্রমুখ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button