রাজধানী
মতিঝিলে গাড়ির গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মতিঝিলে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ৫০ মিনিট পর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আজ রবিবার (২৫ জুলাই) সকাল ১১টা ৫ মিনিটে মধুমিতা সিনেমা হলের পেছনের গ্যারেজে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রবিবার (২৫ জুলাই) সকাল ১১টা ৫ মিনিটের দিকে মতিঝিল মধুমিতা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই ছয়টি ইউনিট ঘটনাস্থলে গেছে। প্রায় ৫০ মিনিট পর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
আগুনের ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কীভাবে আগুনের সূত্রপাত তাও জানা যায়নি।
আগুনে সিল্ক লাইন ট্রাভেলস পরিবহনের দুটি বাস পুড়ে গেছে। গাড়ি দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।