জাবিতে ভর্তি আবেদনের সময় বাড়লো

0
101

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। ৩১ জুলাইয়ের পরিবর্তে আগামী ১৪ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করা যাবে।

শনিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় করোনা পরিস্থিতি ও বিধিনিষেধের বিষয়টি বিবেচনায় নিয়ে ভর্তি আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের নির্ধারিত সময়সীমা ছিল ৩১ জুলাই। তবে এখন শিক্ষার্থীরা আগামী ১৪ আগস্ট রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

এর আগে গত ২০ জুন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ও আবেদন করা যাবে juniv-admission.org ওয়েবসাইটে।