জাতীয়

হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ঈদুল আজহা উপলক্ষে টানা ৬ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও পূর্বের ন্যায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৯ জুলাই) থেকে টানা ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিল হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ।

রোববার (২৫ জুলাই) সকাল ১১টার পর ভারত থেকে পণ্য আমদানির মধ্য দিয়ে দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন জানান, ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে শনিবার (২৪ জুলাই) পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়। ১৪ দিনের লকডাউনের মাঝেও রোববার (২৫ জুলাই) সকাল থেকে যথারীতি স্বাস্থ্যবিধি মেনে সকল কার্যক্রম আবার চালু হয়েছে।

হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, ঈদের ছুটি শেষে আজ থেকে আবার স্বাস্থ্যবিধি মেনে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি শুরু হয়েছে। করোনার কারণে খুব দ্রুত পণ্য খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য পানামা পোর্ট কাজ করে যাচ্ছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button