রামপালে দূর্ঘটনায় মৃতের পরিবারের পাশে ইউএনও মোঃ কবীর হোসেন

0
88

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের ফকিরহাটে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত রামপালের ৩ ব্যাক্তির পরিবারকে প্রাথমিক খাদ্য সহায়তা দেয়া হয়েছে ৷ শনিবার (২৪ জুলাই) বাইনতলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ মৃতদের বাড়ি গিয়ে পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করেন রামপাল ইউএনও মোঃ কবীর হোসেন ৷ এদিন বাইনতলা ইউপি চেয়ারম্যান মোঃ ফকির আব্দুল্লাহ ও অন্যান্যরা সাথে ছিলেন ৷

বাইনতলা ইউপি চেয়ারম্যান মোঃ ফকির আব্দুল্লাহ জানান, “শুক্রবার সকালে বাগেরহাটের ফকিরহাটে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৬ জনের মধ্যে ৩ জনের বাড়ি বাইনতলা ইউনিয়নের ব্রি চাকশ্রী এলাকায় ৷ তারা পেশায় দিনমজুর ৷ তাদের মর্মান্তিক মৃত্যুতে পরিবারগুলি অসহায় হয়ে পড়েছে ৷ আমাদের ইউএনও মহোদয় তাদের হাতে খাদ্য সহায়তা দিয়েছেন এবং ভবিষ্যতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ও ব্যাক্তিগতভাবে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছি” ৷

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন জানান, আমাদের জেলা প্রশাসক স্যার ৩টি পরিবারকে ২০ হাজার টাকা করে অর্থ সহায়তা করবেন বলে জানিয়েছেন ৷ পাশাপাশি প্রধানমন্ত্রী ঘোষিত বিধবা ভাতা সহ অন্যান্য যে সরকারী সুযোগ সুবিধা আছে সেগুলোর ব্যাবস্থা আমরা করবো ৷ আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ক্ষতিগ্রস্থদের সহায়তা করবেন” ৷