লকডাউন না মানায় রামপালে ভ্রাম্যমান আদালতে ৫ জনকে জরিমানা
সুব্র ঢালী,স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালে লকডাউনের দ্বিতীয় দিনে ব্যাপক কড়াকড়ি প্রশাসনের ৷ সকাল থেকেই কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন এবং পুলিশ ৷
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন উপজেলার রামপাল সদর, গিলাতলা, চাকশ্রী , গিলাতলা , ফয়লাহাট সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকারী নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন ৷
সরকারী নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখায় তিনি ৫ জনকে জরিমানা করেছেন ৷ এছাড়া রামপাল থানা পুলিশের ওসি মোঃ সামসুদ্দিন উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে টহল জারি রেখেছেন ৷
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কবীর হোসেন জানান, “সেনাবাহিনী ও পুলিশ বিভাগের সহায়তায় আমাদের কঠোর অভিযান অব্যাহত রেখেছি ৷ কোভিড বিস্তার রোধে সরকারী আইন অমান্যকারীদের আমরা শাস্তির আওতায় নিয়ে আসছি” ৷ চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও ৷