দেশজুড়ে

খুলনার সিপিবি নেতা কমরেড অবণী বিশ্বাসের মৃত্যু

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগর সম্পাদকমন্ডলীর সাবেক সদস্য, ২৪নং ওয়ার্ড শাখার সাবেক সম্পাদক সিপিবি নেতা কমরেড অবণী বিশ্বাস টাইফয়েডে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেল ৪টায় মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, খুলনা জেলা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এম রুহুল আমিন, খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার।

অনুরূপ বিবৃতি প্রদান করেন সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, সদর থানা সভাপতি দীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী, সোনাডাঙ্গা থানা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, খালিশপুর থানা শাখার সভাপতি মিজানুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, দৌলতপুর থানা শাখার সভাপতি পূর্ণেন্দু দে বুবাই, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সরদার এবং খানজাহান আলী থানা শাখার নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button