খেলাধুলা
শুক্রবার অলিম্পিকে রয়েছে যেসব ইভেন্ট
শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক। বাংলাদেশ সময় বিকেল ৫টায় হবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। তবে এর আগেই শুরু হয়ে গেছে বিভিন্ন ইভেন্টের খেলা।
বাংলাদেশ সময় ভোর ৬টায় হয়ে গেছে আরচার নারী এককের র্যাংকিং রাউন্ড। যেখানে ৭২০ পয়েন্টের মধ্যে ৬৩৫ পয়েন্ট পেয়ে ব্যক্তিগত রেকর্ড গড়েছেন বাংলাদেশের দিয়া সিদ্দিকী, হয়েছেন ৩৬তম।
এছাড়াও শুক্রবার রয়েছে অলিম্পিকের আরও বেশ কিছু ইভেন্টের খেলা। সেগুলো নিচে দেয়া হলোঃ
আরচারি (নারী একক) – ভোর ৬টা
আরচারি (পুরুষ একক) – সকাল ১০টা
একুয়েস্ট্রিয়ান – সকাল ৬.৩০ মিনিট
রোয়িং – ভোর ৫.৩০ থেকে সকাল ৯.১০