মুশফিকও থাকছেন না অস্ট্রেলিয়া সিরিজে
হাঁটুর ইনজুরির কারণে আগেই দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন তারকা ওপেনার তামিম ইকবাল। যার ফলে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টি-টোয়েন্টির সিরিজের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটিও মিস করবেন তামিম।
অন্যদিকে পারিবারিক কারণে একমাত্র টেস্ট খেলে দেশে ফিরে আসায় জিম্বাবুয়ে সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না মুশফিকের। এবার নতুন খবর, তামিমের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজটিও মিস করবেন মুশফিক।
অস্ট্রেলিয়ার বেঁধে দেয়া কঠোর করোনাবিধির কারণে মূলত সিরিজটি খেলা হবে না মুশফিকের। বাবা-মা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশে ফিরেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি খেলতে হলে অন্তত ১০ দিনের কোয়ারেন্টাইন করতে হতো তাকে।
কিন্তু পরিবারের এই অবস্থায় তা এখনও শুরুই করতে পারেননি মুশফিক। আর ওদিকে এ বিষয়ে কোনো ছাড় দিতেও রাজি নয় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তাই বাধ্য হয়েই মুশফিককে ছাড়া খেলতে হবে টাইগারদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান জানিয়েছেন এ তথ্য।
বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম বলেছেন, ‘বাবা-মা অসুস্থ থাকায় মুশফিককে দেশে ফিরে আসতে হয়েছিল। এমন পরিস্থিতিতে আপনি কিছুই করতে পারবেন না। মুশফিকের খেলার ইচ্ছা ছিল অনেক। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া এ বিষয়ে ছাড় দিতে রাজি নয়।’
এদিকে আসন্ন সিরিজটির জন্য ম্যাচ অফিসিয়ালস তথা আম্পায়ার, রেফারি ও স্কোরাররা এরই মধ্যে আইসোলেশনে চলে গেছেন। পরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দেশে ফিরলে তাদের সঙ্গেই উঠবেন টিম হোটেলে। আর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বর্তমান বায়ো বাবলটিই কোয়ারেন্টাইনের অংশ হিসেবেই ধরা হবে।
আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। পরের চার ম্যাচ হবে ৪, ৬, ৭ ও ৯ তারিখে। সবগুলো ম্যাচ হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।