অলিম্পিকে প্রথম ম্যাচে জোড়া রেকর্ড ব্রাজিলের
বুধবার টোকিও অলিম্পিকে নিজেদের যাত্রা শুরু করেছে ব্রাজিল নারী ফুটবল দল। প্রথম ম্যাচে চীনের নারী দলকে ৫-০ গোলের বড় পরাজয়ের তিক্ত স্বাদ উপহার দিয়েছে সেলেসাওরা। এই ম্যাচে জোড়া রেকর্ড গড়েছে ব্রাজিল।
দলকে বড় জয় এনে দেয়ার পথে জোড়া গোল করেছেন অধিনায়ক মারতা। যার মাধ্যমে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা ৫টি অলিম্পিক গেমসে গোলের রেকর্ড গড়লেন ৩৫ বছর বয়সী এ ফুটবলার।
মারতার পাশাপাশি রেকর্ডবুকে নাম তুলেছেন তার ৪৩ বছর বয়সী সতীর্থ মিডফিল্ডার ফরমিগা। চীনের বিপক্ষে ম্যাচটিতে ৭২ মিনিট খেলেছেন তিনি।
এর মাধ্যমে প্রথম নারী ফুটবলার হিসেবে অলিম্পিক গেমসের সাতটি ভিন্ন আসরে খেলার রেকর্ড গড়েছেন ফরমিগা। সবমিলিয়ে ব্রাজিল জাতীয় দলের হয়ে ২০১ ম্যাচ খেলেছেন ফরমিগা।
সাও পাওলোর এ অভিজ্ঞ মিডফিল্ডার ১৯৯৫ সালের বিশ্বকাপে মাত্র ১৭ বছর বয়সে ব্রাজিলের জার্সিতে নিজের প্রথম ম্যাচ খেলেন। পরের বছর ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিক থেকে টানা সবকয়টি আসরে খেলেছেন তিনি।
চীনের বিপক্ষে বড় জয়ের পর আগামী শনিবার (২৪ জুলাই) ব্রাজিল নারী দলের পরের ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচে জাম্বিয়াকে ১০-৩ গোলের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে ডাচরা।
তাই মারতা ও তার দলকে প্রথম স্বর্ণের খোঁজে নেদারল্যান্ডের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে। অলিম্পিকে ব্রাজিল নারী দলের সেরা সাফল্য দ্বিতীয় পুরস্কার সিলভার মেডেল। ২০০৪ ও ২০০৮ সালের আসরে রানার্সআপ হয়েছিল তারা।
২০১৬ সালে ঘরের মাঠে হওয়া অলিম্পিকে টাইব্রেকারে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল মারতার দল।