দেশজুড়ে

ঈদের দিনও রাজধানী ছাড়ছেন অনেকে

পবিত্র ঈদুল আজহা আজ। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য অনেকে ঢাকার বাইরে যাচ্ছেন আজও।

আজ বুধবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, বাস কাউন্টারগুলো খোলা রয়েছে। যাত্রীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

গাবতলী এলাকার কাপড় বিক্রেতা ইমাম মিয়া জানান, গতকাল ভোর রাত পর্যন্ত শনির আখড়ায় তিনি কাপড় বিক্রি করেছেন। তাই গতকাল বাড়িতে যাওয়ার সুযোগ হইনি। আজ তাই ঈদের নামাজ পড়ে গ্রামের বাড়ি মানিকগঞ্জে যাচ্ছেন।

এদিকে আজ গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, বাসগুলোর সামনে যাত্রীদের ভিড় বাড়ছে। মুহূর্তের মধ্যে গাড়ি যাত্রীতে ভরে যাচ্ছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button