আজ ভারি বৃষ্টির আশঙ্কা নেই
ঈদুল আজহার দিন আজ বুধবার (২১ জুলাই) ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
ঈদ উপলক্ষে গতকাল মঙ্গলবার (২০ জুলাই) শুরু হয় সরকারি ছুটির দিন ছাড়া লকডাউনের ঘোষণায় ঈদের পরদিন অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার অনেকেই ঢাকায় ফিরবেন। এই তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসেই ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, এবারের ঈদে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিশেষ করে রাজধানীতে অন্য যেকোনো জায়গার তুলনায় বৃষ্টি কম হতে পারে। তবে এখন বর্ষাকাল, তাই হালকা বৃষ্টি হতে পারে। ঈদের দিন ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। আর রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে যে ধরনেরই বৃষ্টি হোক না কেন তা হবে অল্প সময়ের জন্য।
আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। তবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।