খুলনায় ১৭০০ শ্রমিক প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন


আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে করোনায় কর্মহীন ১৫০ দোকান কর্মচারী, ১৫০ দর্জি জন, ২০০ নির্মাণ শ্রমিক, ৭০০ ইজিবাইক চালক, ১০০ নিম্নআয়ের শ্রমজীবী, দৌলতপুরের ২০০ হ্যান্ডলিং শ্রমিক এবং ১৫০ জন মাহিন্দ্রা চালক প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন। মানবিক সহায়তার মধ্যে ছিল জনপ্রতি পাঁচ কেজি চাল।
২০ জুলাই মঙ্গলবার সকালে খুলনার ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে দর্জি এবং দোকান কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান। এসময় মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ উপস্থিত ছিলেন।
পরে খালিশপুর ক্রিসেন্ট জুট মিলস মিলনায়তনে ২০০ নির্মাণ শ্রমিক, ৭০০ ইজিবাইক চালক ও দৌলতপুরস্থ পাবলা সবুজ সংঘ মাঠে ১০০ নিম্নআয়ের শ্রমজীবী, ২০০ হ্যান্ডলিং শ্রমিক এবং ১৫০ জন মাহিন্দ্রা চালকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এবং খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান।