দেশজুড়ে

রাতের আঁধারে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে ইউনাইটেড সোসাইটি ক্লাব জামালপুর

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম : বর্তমান করোনা মহামারিতে দারিদ্র্য প্রকট আকার ধারণ করেছে,চাকরি হারিয়ে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ, এক মুঠো খাবার ব্যবস্থা করা যেন অসাধ্য হয়ে পড়েছে, তাই এই কষ্ট কিছুটা লাঘব করার জন্য রাতের আঁধারে ১৫০ টি পরিবারের ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় ও খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ইউনাইটেড সোসাইটি ক্লাব জামালপুর।

ইউনাইটেড সোসাইটি ক্লাব জামালপুর এর সভাপতি মোঃ জাফরুল হাসান ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন লিয়ন, বলেন ইউনাইটেড সোসাইটি ক্লাব শুরু থেকেই যে কোনো প্রাকৃতিক দুযোর্গ কবলিত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে এবং জামালপুরে প্রতি বছর বন্যায়, শৈত্য প্রবাহ এবং চলমান মহামারী করোনা সংক্রমণকালেও বিভিন্ন সাহায্য নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ও ইউনাইটেড সোসাইটি ক্লাব সামাজিক দায়বদ্ধতা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছে । তাই বাংলাদেশের প্রত্যেকটি সামাজিক, সাংস্কৃতিক ক্রীড়া ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সংগঠন গুলোকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button