কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি :গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোছাঃ নাজমা খাতুন(৩০), স্বামী-মোঃ ফারুক মোল্যা, সাং-বশিরের মোড় ১নং আইচগাতী নন্দনপুর, থানা-রূপসা, জেলা-খুলনা এবং ২) মোঃ জামাল মোল্যা(২২), পিতা-আবুল মোল্যা, সাং-পশ্চিম নন্দনপুর, থানা-রূপসা, জেলা-খুলনাদ্বয়কে ৩০০ গ্রাম গাঁজা; ৩) শফিউর রহমান তপু(৩৫), পিতা-মোঃ আসলাম হোসেন গাজী, সাং-১২৩/১ খানজাহান আলী রোড, কলাগাছিয়া পাড়া, থানা-খুলনা, খুলনা মহানগরীকে ০১ টি গাঁজার গাছ;
৪) মোঃ ইব্রাহীম শেখ(৩৫), পিতা-মৃত: সাগর আলী শেখ, সাং-নোহাটা বাজারের দক্ষিণ পাশে, থানা-মোকসুদপুর, জেলা-গোপালগঞ্জ সদর, এ/পি সাং-গাবতলা মোড়স্থ ভাঁজাওয়ালা গলির, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীকে ৫০ গ্রাম গাঁজা; ৫) মোঃ জলিল(৫৫), পিতা-মৃত: ইনসান, সাং-বেনাপোলবড় আচড়া, থানা-বেনাপোল, জেলা-যশোর এবং ৬) মোঃ হেলাল ব্যাপারী(৩৫), পিতা-মৃত: হযরত আলী ব্যাপারী, সাং-পালপাড়া ইসলামবাগ, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা;
৭) মোঃ আরাফাত শেখ(২০), পিতা-মোঃ জাহাঙ্গীর শেখ, সাং-উপশহর সি ব্লক, থানা-কোতয়ালী, এ/পি সাং-মুড়লী মোড়, থানা-কোতয়ালী, জেলা-যশোরকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) মুখপাত্র অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার ( এডিসি, মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং ) মোঃ শাহ্জাহান শেখ উপরোল্লিখিত তথ্য ২০ জুলাই মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে নিশ্চিত করেন ।