চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার

0
86

ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ছয় লাখ টাকা মূল্যের ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার মোবাইলগুলো উদ্ধার করা হয়।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিওপির হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল এসব মোবাইল উদ্ধার করে। সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের ভেতরে তেলকুপি গ্রামের পাগলা নদীর পাশের কাঁচা রাস্তার ওপর হতে মালিকবিহীন ৩৬টি মোবাইল উদ্ধার করে বিজিবি।

লে. কর্নেল আমীর হোসেন মোল্লা আরও জানান, উদ্ধার হওয়া ৩৬টি মোবাইলের আনুমানিক মূল্য ৫ লাখ ৯০ হাজার টাকা। মোবাইলগুলোর ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সীমান্তে চোরাকারবারিদের তৎপরতা কমাতে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।