ঈশ্বরগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত মোটরযান শ্রমিকরা পেলেন খাদ্যসামগ্রী

0
84

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনায় কর্মহীন ও ক্ষতিগ্রস্ত ১৭০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছে অসহায় পরিবারগুলো।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে উপজেলা প্রাঙ্গণে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধন করেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জের সাংসদ ফখরুল ইমাম । উদ্বোধনী দিনে ১৭০ মোটরযান শ্রমিকের হাতে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি করে লবণ তুলে দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, চলমান বিধিনিষেধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের পরিবহন শ্রমিকরা। সেই বিষয়টি বিবেচনা করেই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা।

এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান এ.কে.এম ফরিদ উল্লাহ, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার প্রমুখ।