শ্রীনগরে কঠোর লকডাউনের ৭ম দিনে ৪৩ মামলা

0
273

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনের ৭ম দিনে আইন ভঙ্গ করার অপরাধে ৪৩টি মামলা দায়ের হয়েছে।

বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষের নেতৃত্বে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহিম সুজন ও কেয়া দেবনাথ পৃথক পৃথকভাবে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের সংশ্লিষ্ট বিচারকগণ অভিযান চলাকালীন সময়ে লকডাউন নিষেধাজ্ঞা আইন ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানার মোট ১৬ হাজার ১শ’ টাকা আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিগণ। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলমান কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।