দুষ্টের লালন- মীর আব্দুল আলীম

0
267

বদলে গেছে
এই সমাজের
রীতিনীতি,
উল্টো পথে
চলছে সবাই
নাই কোন
মানবতা প্রীতি।
দুষ্টের লালন
শিষ্টের দমন,
এই সমাজেই
যেমন তেমন,
উল্টো পথেই চলছে
চাইছে তারা যেমন।
মন্দের চেয়ে
ভালো বেশি
তবুও বদলে গেছে
এই সমাজের রীতি
চারদিকে অট্টহাসি,
সমাজ-শাসনে
দুষ্টরাই খুশি!
এ রীতি এই নীতি
হয় যে পালন,
তাই সমাজে
এতো আস্ফালন।
দেশটাতে দুষ্টের
চেয়ে শিষ্টই বেশি
তবুও মুখে
জনতার নেই হাসি