ই-ভ্যালির বিরুদ্ধে মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

0
90

ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির বিরুদ্ধে মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গ্রাহক ও মার্চেন্টদের ৩৩৮ কোটি টাকা অবৈধভাবে সরিয়ে নেয়ার আশঙ্কায় আইনি ব্যবস্থা নেয়ার চিন্তা করা হচ্ছে।

একইসঙ্গে ই-ভ্যালির বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের পাওয়া আর্থিক অনিয়মগুলো তদন্ত করে যথাযথ পদক্ষেপ নিতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

গ্রাহকদের কাছ থেকে অগ্রিম ২১৪ কোটি টাকা নেয়ার পরও পণ্য সরবরাহ করা প্রতিষ্ঠানগুলোতে ১৯০ কোটি টাকা বকেয়া রাখার অভিযোগ রয়েছে ই-ভ্যালির বিরুদ্ধে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে ই-ভ্যালির মোট দায় ৪০৭ কোটি ১৮ লাখ টাকা। এর বিপরীতে সম্পদ রয়েছে মাত্র ৬৫ কোটি ১৭ লাখ টাকা।