ডোমারে লকডাউনের ৫ম দিনেও তৎপর নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা শবনম

0
83

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় নিজ হাতে হ্যান্ডমাইক দিয়ে জনগনকে সচেতন করছেন ও করোনা মোকাবেলায় কাজ করছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা শবনম।

এসময় আরো উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল ইসলাম , লেফটেল্যান্ট কর্ণেল আরিফ হোসেন, রাসেদ ইসলাম এবং ডোমার থানার( ওসি) অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান।

আজ সোমবার (০৫ জুলাই) লকডাউনের ৫ম দিনেও কঠিন তৎপর নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনী।

ডোমার পৌরসভা ও অন্যান্য বাজারে লকডাউনের বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে ১০ টি মামলায় মোট ১,৮৩,০০০ (একলাখ তিরাশি হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়)।

লকডাউনের মধ্যেও বাইকারদের ভ্রমণ বিলাসের কমতি নাই। ড্রাইভিং লাইসেন্স, হেলমেট কোনো কিছু না থাকলেও লকডাউনের মধ্যে তাদের একটু ঘুরতে বের না হলে যেন আর চলছে না। বিষয়টা এমন, বাইক যেহেতু আছেই লকডাউনটা কেমন চলছে একটু দেখে আসি! বাজার করাও মানুষের বেড়ে গেছে!১কেজি তেল কিনতে মাহিগন্জ থেকে ডোমার বাজারে আসে।

২০১৭-১৮ সালের প্রেসক্রিপসন নিয়ে ঘুরে, যদি বলি টাকা দেন, ওষুধ নিয়ে আসি, তখন আর ওষুধ কিনবে না।