টিকটক হৃদয়ের সহযোগীরা হাতিরঝিল এলাকায় মাদক নিয়ন্ত্রণ করতো

0
75

রাজধানীর হাতিরঝিলে ঘুরতে আসা প্রেমিক যুগলদের ব্ল্যাকমেইল করতো টিকটক হৃদয় বাবুর সহযোগীরা। এমনকি তারা হাতিরঝিল এলাকায় মাদক সিন্ডিকেটও নিয়ন্ত্রণ করতো। সোমবার (৫ জুলাই) বিকেলে কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এর আগে রবিবার দিবাগত রাতে হাতিরঝিল এলাকা থেকে টিকটক হৃদয় বাবুর ৫ সহযোগীকে বিদেশি অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পারে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো- অনিক হাসান উরুফে হিরো অনিক (২৫), মো. শহিদুল ইসলাম উরুফে এ্যাম্পুল (৩৪), আবির আহমেদ রাকিব (২২), মো. সোহাগ হোসেন আরিফ (৩৬) ও হিরো (২২)।

কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেফতারকৃত অনিক হাসান ওরফে হিরো অনিক মগবাজার হাতিরঝিল এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা। বর্তমানে তার নামে হত্যা, মাদক ও অস্ত্র, ডাকাতিসহ ৯টি মামলা রয়েছে। তার গ্রুপের সদস্য সংখ্যা প্রায় ২০-২৫ জন। বিভিন্ন সময় তার দল হাতিরঝিলে আগত দর্শনার্থীদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও চাঁদাবাজি করতো।