লকডাউনে জনশূন্য রামপালের হাটবাজার : কঠোর প্রশাসন

0
78

সুব্র ঢালী,স্টাফ রিপোর্টার : সারাদেশের মতো বাগেরহাটের রামপালে কঠোর লকডাউন চলছে ৷ সকাল থেকেই কঠোর অবস্থানে ছিলো রামপাল উপজেলা প্রশাসন ৷ বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন ইউএনও মোঃ কবীর হোসেন ৷ মাঠে ছিলেন রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দীন সহ পুলিশ সদস্যরা ৷ সকাল থেকেই প্রশাসনের ব্যাপক তৎপরতায় মূহুর্তেই বাজার এবং রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ে ৷

এদিন দুপুর ১২ টা থেকে অব্যাহতভাবে টানা বর্ষন শুরু হয় ৷ তাতে জরুরী কাজ না থাকলে তেমন কেউ ঘর ছেড়েও বের হয়নি ৷ উপজেলার গিলাতলা এবং ফয়লাহাটে সাপ্তাহিক বাজার বসলেও সেখানে ছিল জনশূন্যতা ৷ মহাসড়কে জরুরী পন্যবাহী দু একটি ট্রাক ছাড়া গণপরিবহণ ও মাহেন্দ্রা বা ইজিবাইক চলাচল করতে দেখা যায়নি ৷ তবে কয়েকটি ভ্যান চলাচল করতে দেখাগেছে ৷

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন জানান, “আজ সরকারী নির্দেশনা অমান্য করায় ৩ জনকে ১৭০০ টাকা জরিমানা করা হয়েছে ৷ যারা লকডাউনে ক্ষতিগ্রস্থ হচ্ছে তাদের আমরা খাদ্য সহায়তা দেবো ৷ কেউ জরুরী প্রয়োজন ছাড়া অযথা ঘরের বাইরে বের হবেন না” ৷