আওয়ামী লীগ নেতা ও বীর-মুক্তিযোদ্ধা আবুল হাসিমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0
77

এস, এম, মনির হোসেন জীবন : ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও তুরাগ থানা আওয়ামী লীগের সভাপতি বীর-মুক্তিযোদ্ধা আবুল হাসিমকে  মঙ্গলবার রাতে “গাড’ অফ অনার” প্রদান এবং রাষ্ট্রীয় মযা’দা দিয়ে তাকে শেষ বারের মত চির বিদায় জানানো হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

এর আগে  মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১০ টার তুরাগ থানার ৫৩ নম্বর ওয়াড’স্হ নয়ানগর মাদ্রাসা মাঠে মরহুমের শেষ বিদায়ের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

এসময় ঢাকা উওর সিটি করপোরেশন ( ডিএনসিসি) মেয়র মো, আতিকুল ইসলাম, ঢাকা – ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো, হাবিব হাসান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস, এম, মান্নান কচি, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল, আওয়ামীলীগ নেতা মো, নজির আহমেদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড, আজমত উল্লাহ খান, ঢাকা মহানগর উওর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো, ইসমাইল হোসেন, ঢাকা মহানগর উওর আওয়ামী স্বেচছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো, আনিসুর রহমান নাইম, গাজী মেজবাউল হক সাচ্চু, মো, মতিউর রহমান, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এড, মো, আব্দুল বাতেন, ঢাকা মহানগর উওরের আওয়ামীলীগ নেতা  বীর-মুক্তিযোদ্ধা এস, এম তোফাজ্জল হোসেন, এস,এম মাহাবুব, ডিএনসিসি ৫৩ নম্বর ওয়াড’ কাউন্সিলর বীর-মুক্তিযোদ্ধা মো, নাসির উদ্দীন, ডিএনসিসি উওরা ১ নম্বর ওয়াড’ কাউন্সিলর আলহাজ্ব মো, আফসার উদ্দিন খান, ডিএনসিসি ৫২ নম্বর ওয়াড’ কাউন্সিলর মো, ফরিদ হোসেন, তুরাগ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম মোল্লা সুরুজ, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো, জিয়াউল হক জামাল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো, নাজিম উদ্দীন, তুরাগ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব মো, সাদেকুর রহমান সাদেক, মরহুমের পরিবারের তিন সন্তান, অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী শুভানুধ্যায়ী, দলীয় নেতাকমীসহ সব’স্তরের মানুষ জানাযা নামাজে শরীক হন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৭২)।

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তুরাগ থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।