মুন্সীগঞ্জে ৪শ বস্তা আলু নিয়ে ট্রলার ডুবি, নিখোঁজ-১

0
186

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে মেঘনা নদীতে ৪শ বস্তা আলু নিয়ে ট্রলার ডুবে বেলায়াতুন নেসা (৫২) নামে এক নারী নিখোঁজ হয়েছে।

তথ্য সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ শে জুন) সকাল সাড়ে ৭টার দিকে গজারিয়া উপজেলার কাজিরগাও গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে মুন্সীগঞ্জ সদরের নদী তীরবর্তী এলাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী একটি ট্রলার বৈরী আবহাওয়ার কারনে প্রচন্ড ঢেউয়ে ৪০০ বস্তা আলু নিয়ে ডুবে যায়।

গজারিয়া নৌ-পুলিশের অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, মুন্সীগঞ্জ সদরের নদী তীরবর্তী এলাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী আলু বোঝাই ট্রলার মেঘনা নদীর মাঝ পথে আসলে প্রচন্ড ঢেউয়ের কবলে পড়ে হঠাৎ ডুবে যায়। এ সময় তিনজন পুরুষ সাঁতরে তীরে উঠলেও একজন নারী নিখোঁজ হয়েছে। খবর পেয়ে নৌ-পুলিশ ও স্থানীয় কোস্ট গার্ডের ডুবুরীদল ঘটনাস্থলে এসে নিখোঁজ নারীর সন্ধানের চেষ্টা করছে।

উল্লেখ্য, শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ নারীর কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ বেলায়াতুন নেসা মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লার চর গ্রামের আঃ জলিলের স্ত্রী।