জিম্বাবুয়ে সফরে টেস্ট দলে মাহমুদুল্লাহ

0
130

আসন্ন জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টেস্ট দলে অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দীর্ঘ ১৬ মাস পর টেস্ট দলে ফিরলেন টি-২০ অধিনায়ক রিয়াদ। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারীতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন এ অলরাউন্ডার।ডরয়াদেও অন্তর্ভুক্তিতে বাংলাদেশ টেস্ট দলের সদস্য সংখ্যা এখন ১৮।

আগামী ২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। ৩-৪ জুলাই দুই দিনের অনুশীলন ম্যাচ খেলার আগে জিম্বাবুয়ে পৌঁছে তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে টাইগারদের।সফরে ৭-১১ জুলাই একমাত্র টেস্ট খেলবে টাইগাররা। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে সফরকারী বাংলাদেশ।

আইসিসি ওডিআই সুপার লীগের অংশ তিন ম্যাচের সিরিজটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৬, ১৮ ও ২০ জুলাই। টি-২০ সিরিজের তিনটি ম্যাচ হবে যথাক্রমে ২৩, ২৫ ও ২৭ জুলাই।জৈব সুরক্ষা বলয়ের মধ্যে সব ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
টেস্ট দল: মোমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরি রাহি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলা, মাহমুদুল্লাহ রিয়াদ।