অ্যাপল ডেইলি বন্ধ হওয়াকে দুঃখের দিন বললেন বাইডেন

0
83

হংকংয়ের গণতন্ত্রপন্থী পত্রিকা অ্যাপল ডেইলি বন্ধ হয়ে গেছে। এ ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য দুঃখের দিন বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (২৫ জুন) একথা জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার পত্রিকাটির শেষ সংস্করণ ছাপা হয়। এরপরেই ওই মন্তব্য করেন বাইডেন। তিনি বলেন, ‘হংকংয়ের গণমাধ্যমের স্বাধীনতার অধিকার রয়েছে। বেইজিং হংকংয়ের স্বায়ত্তশাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রক্রিয়াগুলোকে আক্রমণ করছে। হংকং এবং বিশ্বজুড়ে মিডিয়া স্বাধীনতার জন্য এটি দুঃখের দিন।’

বিবিসির বরাতে জানা যায়, পত্রিকাটির বেশ কয়েকটি প্রতিবেদন জাতীয় নিরাপত্তা আইন ভঙ্গ করেছে এমন অভিযোগে গত সপ্তাহে অ্যাপল ডেইলির কার্যালয়ে হংকংয়ের পুলিশ অভিযান চালিয়েছিল। পরে কোম্পানি সংশ্লিষ্ট ১ কোটি ৮০ লাখ হংকং ডলারের সম্পদও জব্দ করা হয়; গ্রেফতার করা হয় পত্রিকাটির প্রধান সম্পাদক ও পাঁচ নির্বাহীকে।ট্যাবলয়েড এ পত্রিকাটি চীন ও হংকংয়ের শাসকদের সমালোচনায় মুখর ছিল। এর প্রতিষ্ঠাতা জিমি লাই একাধিক অভিযোগ মাথায় নিয়ে আগে থেকেই কারাগারে দিন কাটাচ্ছেন।