সিরাজদিখানে নতুন প্রজাতির বেগুনী ধানের আবাদ

0
86

জাহাঙ্গীর আলম চমক: নানা ফসলের মাঠে চারপাশ সবুজে একাকার। মাঝখানে বেগুনী রঙের ধানের সোনালী শীষ নজর কাড়বে সবার। ফসলী জমির পাশ দিয়ে চলার পথে চোখ আটকে যায় সবুজের মাঝে বেগুনী ধানের ক্ষেতে।

প্রথম বারের মতো বেগুনী ধানের চাষ করা হয়েছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায়। এ অঞ্চলে নতুন প্রজাতির বেগুনী রঙের এ ধানের জমি দেখতে অনেকেই ভীড় করছেন প্রতিনিয়ত। উপজেলার কেয়াইন ইউনিয়নের কৃষক মো. দেলোয়ার হোসেন এবার ৮০ শতাংশ জমিতে চাষ করেছেন বেগুনী ধান। অন্যান্য জেলার কৃষকদের দেখে উদ্বুদ্ধ হয়ে এ উপজেলায় প্রথম বারের মত বেগুনী ধানের চাষ করে সবার নজর কেড়েছেন কৃষক মো. দেলোয়ার হোসেন।

উপজেলার কেয়াইন গ্রামে কৃষক মো. দেলোয়ার হোসেনের বাড়ী। বাড়ীর পাশে ২০০ মিটার দূরে অবস্থিত জমিতে চাষ করেছেন বেগুনি ধানের। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোশারফ হোসেন জানতে পেরে বেগুনী ধানের জমি পরিদর্শন করেছেন।কৃষক মো. আওলাদ হোসেন বলেন, আমি বিভিন্ন স্থানে দেখে বেগুনী ধান বীজ সংগ্রহ করে নিজ গ্রামে ৮০ শতাংশ জমিতে ধানের আবাদ করেছি। ধানের ফলন ভালো হয়েছে। যদি কেউ বেগুনী ধান আবাদ করতে চায় তাহলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন।

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, কৃষক নিজে উদ্বুদ্ধ হয়ে বেগুনী ধানের চাষ করেছেন। এ ধানের পরিচর্যা অন্যান্য ধানের মতোই। অন্যান্য কৃষকরা যদি এ বেগুনী ধান চাষ করতে আগ্রহী হয় তাহলে আওলাদ হোসেনে কাছ থেকেই বীজ সংগ্রহ করা যাবে। ওই কৃষকের জমিতে ধানের আবাদও ভালো হয়েছে।