আগাম বন্যার প্রস্তুতির জন্য উল্লাপাড়ায় জনপ্রতিনিধিদের মাঝে চেক প্রদান

0
84

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আগাম বন্যা মোকাবেলার জন্য উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকার জিআর চেক বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উল্লাপাড়া-সলঙ্গার জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। সোমবার উপজেলা মিলনাতন হল রুমে মেয়র ও চেয়ারম্যানদের হাতে এ সব অনুদানের চেক তুলে দেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, এ বছর বন্যা বিশেষজ্ঞগণ দেশে আগাম বন্যা ও বেশি বন্যা হওয়ার সম্ভবনার কথা জানানোর কারণে সরকারের পক্ষ থেকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় হতে দেশের নিচু এলাকার প্রতিটি ইউনিয়ন পরিষদ চেয়রম্যান ও পৌরসভার মেয়রকে বন্যা মোকাবেলার আগাম প্রস্তুতির জন্য তাদের হাতে এই চেক তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, পৌর মেয়র এস, এম নজরুর ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ নাহিদ হাসান খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যন মনিরুজ্জামান পান্নাসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।