ধামরাইয়ে আসন্ন রথোৎসব উপলক্ষে শ্রীশ্রী যশোমাধব মন্দির কমিটির সভা অনুষ্ঠিত

0
88

রনজিত কুমার পাল (বাবু) , ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দির পরিচালনা কমিটির আয়োজনে আসন্ন উপমহাদেশের সর্ববৃহৎ ঐতিহাসিক রথোৎসব -২০২১ উপলক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ শে জুন) সন্ধ্যা ৭ ঘটিকার সময় ধামরাই পৌরসভার কায়েতপাড়াস্হ ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব মন্দির অঙ্গনে শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি ডাঃ অজিত কুমার বসাক এর সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী নন্দ গোপাল সেন এর সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহণ করে প্রারম্ভিক বক্তব্য রাখেন মন্দির কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ধামরাইয়ের কৃতি সন্তান শ্রী আশীষ কুমার মজুমদার
এরপর আরো বক্তব্য রাখেন মন্দির কমিটির সহ-সভাপতিদ্বয় শ্রী অসিত গোস্বামী, জগদীশ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক প্রাণ গোপাল পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক দীপক চন্দ্র পাল সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

বক্তারা বিশ্বব্যাপী চলমান এই অতিমারি কোভিভ১৯ মধ্যে, আসন্ন শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসব ও রথমেলা-২০২১ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আদৌ স্বাভাবিক প্রক্রিয়ায় করা যাবে কিনা এই বিশদ বিস্তারিত আলোচনায় সভায় কার্যনির্বাহী কমিটির উপস্থিত সকলের মতামত গ্রহণ করা হয়।

সরকারের নিয়ম নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে আলোচনা ও পরিস্থিতির উপর নির্ভরতার জোর দেয়া
সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক এবং যেন দ্রুত এই বৈশ্বিক মহামারী সংকটের উত্তরণ ঘটায়।

মানুষের জয় হউক। সভায় সকল বক্তাগন করোনার পরিস্থিতি স্বাভাবিক না হয় বর্তমান অবস্হা বিরাজমান থাকে তাহলে রথোৎসব উদযাপন করার জন্য প্রশাসনের নিকট অনুমতি নিয়ে রথোৎসব উদযাপন করার জন্য উদ্যোগ গ্রহণ করার, আর যদি সরকারের পক্ষ থেকে রথোৎসব উদযাপন করার অনুমতি না দেয় তাহলে শ্রীশ্রী যশোমাধব দেবের বিগ্রহ নিয়ে রথের উপর স্পর্শ করে কাঁধে বা সুসজ্জিত ভ্যানে করে যাত্রাবাড়ী মন্দিরে বিগ্রহ নেওয়ার সিদ্ধান্ত সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে।