ঘাটাইলে করোনা রোধে জনসচেতনতা মূলক প্রচারণা কার্যক্রমের উদ্ধোধন

0
193

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ ”মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ তবেই করোনাসুক্ত হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে করোনা মহামারি রোধে জনসচেতনতা মূলক প্রচারনা কর্যকমের উদ্ধোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান খান আজ বৃহস্প্রতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচি(এইচপিএনএসপি) এর আওতায় স্বাসথ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো লাইফস্টাইল, হেলথ এন্ড প্রমোশন কার্যক্রমের আওতায় স্বাস্থ্য ও শিক্ষা সেবা প্যাকেজ কার্যক্রমের আওতায় এ কার্যক্রমের আয়োজন করা হয়। প্রকল্পের কর্মকর্ত শেখ ইসমাইল হোসেন জানান, সারা দেশের ১২৮টি উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসাবে ঘাটাইলেও করোনা মহামারি রোধে জনসচেতনতা মূলক প্রচারনা কর্যকম পরিচালিত হচ্ছে। লোকগান, নাটিকা, বিঞ্জাপন ও ক্যারাভান প্রদর্শনীর মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। প্রচার কাজের অংশ হিসাবে আজ উপজেলা সদর, ধলাপাড়া বাজার, ব্রাহ্মনশাসন বাজার, কদমতলী বাজার সহ বিভিন্ন এলাকায় প্রচার কাজ পরিচালিত হয়।