একদিনে ভার্চুয়ালি আরও ২৬৯৯ মামলার শুনানি

0
83

করোনাভাইরাসে সংক্রমণ বাড়ায় সরকার ঘোষিত ‘বিধিনিষেধ’-এর মধ্যে ভার্চুয়ালি আরও ২ হাজার ৬৯৯টি ফৌজদারি মামলার শুনানি ও নিষ্পত্তি করা হয়েছে।

বুধবার (১৬ জুন) সারাদেশের অধস্তন আদালতে এসব শুনানিতে জামিন পেয়েছেন এক হাজার ২০১ জন আসামি।

এ নিয়ে মোট ৪৬ কার্যদিবসে সারাদেশে (নিম্ন) অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে এক লাখ ৩৪ হাজার ৬৩৬টি মামলার জামিন শুনানি নিয়ে মোট ৬৮ হাজার ২৮৩ জন ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুন) গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান।

জানা গেছে, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ ঠেকাতে দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি করা হচ্ছে।