অর্থ পাচার ঠেকাতে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

0
84

দেশের অর্থ পাচাররোধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। একটি গ্রুপ অর্থ পাচার করছে তাদের চিহ্নিত করার চেষ্ট চলছে। এ জন্য বিদ্যমান আইনের কিছু সংশোধন করা হচ্ছে। কিছু নতুন আইনও করা হচ্ছে। এ উদ্যোগের ফলে পাচারকারীদের ধরা সহজ হবে এবং আইনের আওতায় এনে শাস্তি দেয়া যাবে বলে জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (১৬ জুন) অর্থনৈতিক বিষয়ক ও ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থপাচাররোধে সরকারের পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, অর্থপাচার নিয়ে আপনাদের (সাংবাদিক) যেমন মনে কষ্ট আছে। আমারও লাগে। এ জন্য আমাদের পদ্বতির (সিস্টেম) উন্নতি করতে হবে। আমরা সেই চেষ্টাই করছি।

দেশে থেকে টাকা পাচারের ঘটনা নতুন নয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই প্রবণতা বেড়েছ। এটা নিয়ে সরকার যেমন উদ্ধিগ্ন, তেমনি বিব্রতও বলে জানান অর্থমন্ত্রী।