শরীয়তপুরে সরকারি আদেশ অমান্য করায় ৯ হাজার ৮’শ টাকার জরিমানা

0
82

মোঃ ওমর ফারুক, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলায় কোভিড-১৯ প্রতিরোধে পালং বাজার, প্রধান সড়ক, চৌরঙ্গী মোড়, কোর্ট মোড়, মনোহর বাজার, আংগারিয়া বাজার ও সংলগ্ন এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রক্ষার্থে স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে সরকারি আদেশ অমান্য করে বাইরে ঘোরাফেরা করার দায়ে মোবাইল কোটের মাধ্যমে ২৩ জনকে ৯ হাজার ৮০০ টাকা অর্থদন্ড করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ এর নেতৃত্বে অভিযান চালিয়ে মোবাইল কোটের মাধ্যমে এই অর্থদন্ত করা হয়।

এসময় সতর্ক করা হয় অনেককে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ বলেন,
কোভিড-১৯ প্রতিরোধে পালং পালং বাজার, প্রধান সড়ক, চৌরঙ্গী মোড়, কোর্ট মোড়, মনোহর বাজার, আংগারিয়া বাজার ও সংলগ্ন এলাকায় বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনাকালীন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ সরকারি আদেশ অমান্য করার দায়ে ২৩ জনকে মোট ৯,৮০০(নয় হাজার আটশত) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। অনেককে এ সময় সতর্ক করা হয় এবং স্বাস্থ‍্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়। প্রত‍্যেকদিন এ অভিযান অব‍্যহত রাখা হবে।