জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনস্যুলেট জেনারেল মুহাম্মদ নাজমুল হক

0
105

আবদুল্লাহ আল মামুন সৌদি আরব থেকে: বর্তমানে তিনি যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার হিসেবে কর্মরত আছেন। তিনি ১১ এপ্রিল থেকে জেদ্দার কনস্যুলেটে যোগ দেবেন।

২০১৮ সালের সেপ্টেম্বর থেকে বার্মিংহামে সহকারী হাইকমিশনারের দায়িত্ব পালন করে আসছেন নাজমুল হক। এর আগে তিনি ওয়াশিংটন, মেক্সিকো সিটি ও ব্যাংককে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

মুহাম্মদ নাজমুল হকের জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রওনক খান তার স্ত্রী।

নতুন কর্মস্থলে যোগ দেওয়ার জন্য ১০ এপ্রিল বার্মিংহাম থেকে তার সৌদি আরবের জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে। এর পর বাংলাদেশ কনস্যুলেটে সিজি হিসাবে দায়িত্ব পালন করবেন তিনি।

উল্লেখ্য, এর আগে জেদ্দা কনস্যুলেটে নিয়োগপ্রাপ্ত সিজি ফয়সাল আহমেদকে নৈতিক স্খলনের দায়ে মেয়াদপূর্তির আগেই সেখান থেকে বদলি করা হয়। তিনি পরে রাশিয়ার মস্কোতে বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান পদে যোগ দেন।