নান্দাইলে সিএনজি চালককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা


এইচএম সাইফুল্লাহ্, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের অরন্যপাশা গ্রামের সিএনজি চালক মৃত আরজ আলীর পুত্র আবু কালাম(৪০)কে সোমবার বিকেল ২ ঘটিকার দিকে একই গ্রামের মৃত হাবির পুত্র আল-আমিন,শামীম, তুহিন ও আলাল উদ্দিনের পুত্র আজিম উদ্দিন ওরফে আজিদ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে।
এসময় হত্যাকারীদের অস্ত্রের আঘাতে নিহতের ভাই আবু তাহের(৩৫) ও ভাতিজা সুমন(৩০)গুরুতর আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের ভাই জানান,প্রতিদিনের ন্যায় নিহত আবুল কালাম তার চালিত সিএনজি প্রতিপক্ষ আল-আমিনের বাড়ির সম্মুখের রাস্তায় রেখে বাড়িতে দুপুরের খাবার খেতে যাবার সময় আল-আমিন গংরা সেখানে সিএনজি রাখতে নিষেধ করে, পরে কথা-কাটাকাটির এক পর্যায়ে উল্লেখিত ব্যক্তিরা আবু কালামকে নৃশংসভাবে কুপালে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আল-আমিন জানান,ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্ররন করা হয়েছে ও মামলার প্রস্তুতি চলছে এবং আসামিদের গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।



