বাগেরহাট

মোংলায় নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী প্রার্থীদের নিয়ে ”জনগণের মুখোমুখি” অনুষ্ঠান

সুমন,স্টাফ রিপোর্টারঃ বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী প্রার্থীদের নিয়ে ”জনগণের মুখোমুখি” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১২ টায় মোংলার শ্রমিক সংঘ মাঠ চত্বরে সুশানের জন্য নাগরিক (সুজন) মোংলা কমিটির আয়োজনে ‘জনগনের মুখোমুখি অনুষ্ঠান আয়োজন করে।

এসময়ে, বাগেরহাট-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এ্যাড. মাওঃ শেখ আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান ও জাসদ মনোননীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান মাষ্টার। জনগণের মুখোমুখি এ অনুষ্ঠানে বিভিন্ন দলীয় নেতাকর্মী ও নানা শ্রেনীপেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, গণতান্ত্রিক উত্তরণে অবাধ,সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। জনগনের ভোটে নির্বাচিত হয়ে মোংলা-রামপালের অবহেলিত জনপদের মানুষের পাশে দাঁড়াবেন। এলাকার কর্মসংস্থান, স্বাস্থ্য চিকিৎসা, নিরাপত্তা, মাদক, চাঁদাবাজি, দখলবাজ করার কোন সুযোগ দেয়া হবেনা কঠোর হস্তে দমন করা হবে। প্রতিটা মানুষ তার অধিকার ফিরে পাবে। বন্দর শ্রমিকেরা কেহ ন্যায্য পাওনা থেকে বঞ্চিত থাকবেনা। পারাপারে ভোগান্তি দূর করতে মোংলা নদীর উপরে ঝুলন্ত সেতু নির্মানের আশ্বাসও দেন বক্তারা। এছাড়াও সুখে-দুঃখে জনগনের পাশে থাকার কথাও বলেন তারা।

এই বিভাগের আরও সংবাদ