ঢাকা
ধামরাইয়ে অটো রাইস মিল থেকে ৬৩৩ বস্তা চাউল লুট


রনজিত কুমার পাল (বাবু), সিনিয়র রিপোর্টার: ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকায় অবস্থিত বিসমিল্লাহ অটো রাইচ মিলে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে সংঘটিত এ ঘটনায় ডাকাতদল মিলের সিকিউরিটি গার্ডসহ ভেতরে অবস্থানরত কর্মচারীদের হাত-পা বেঁধে ফেলে।
এ সময় ডাকাতরা মিল থেকে ৬৩৩ বস্তা চাল (প্রায় আট লক্ষ টাকা মূল্য)লুট করে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



